২৭শে জানুয়ারি, ২০২১ ইং | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: 5:10 AM, December 18, 2017
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে যেকোন ধরণের দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১০টার দিকে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে ছোট বড় মিলে ছয়টি ফেরি। নৌ-পথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের ফেরি চলাচল শুরু হবে।