২৭শে জানুয়ারি, ২০২১ ইং | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: 1:18 AM, December 22, 2017
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী দলকে আগাম অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পরাজয় হলেও রাজনৈতিক বিজয় হয়েছে। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ দিয়ে বিএনপি বরাবরের মতোই ভাঙা রেকর্ড বাজাচ্ছে।