চেহারা ও ভাবমাপ গেটআপ অনেকটাই বি টাউনের রণভীর সিং এর মত। অন্যদিক দিয়ে বডিফিটনেস লক্ষ করলে জন আব্রাম আর নাচেন ঠিক শহিদ কাপুরের মত।পুরো কপিক্যাট হলেও তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাঞ্জু জন।প্রকৃতি যেন তার মতই করেই সৃস্টিরুপ দিয়েছেন।
এসব কথা বাদ দিলে আসে নতুন সিনেমার খবর।২৪ ফেব্রুয়ারী শুরু হয়েছে সাঞ্জু জনের নতুন সিনেমার শুটিং। বেশ কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাপলা মিডিয়ার সাথে।সিনেমার নাম ‘হৃদ মাঝারে তুমি’।সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান বাবু।গল্প লিখেছেন আলি আজাদ।
সেই সিনেমার টানা শুটিং করতে নায়ক এখন অবস্থান নিয়েছেন গাজীপুরের পুবাইলের একটি শুটিং স্পটে।জানা যায় এখান থেকে যাবেন কক্সবাজারে গানের শুটিংয়ে।
সাঞ্জু জনের সাথে কথা হলে তিনি জানান,বাবু ভাই দারুণ একজন মেকার আর তার সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।এত গুণী একজন মানুষ তিনি, কাজের ব্যাপারে খুব উৎসাহ দেন এবং ভালোভাবে বুঝিয়ে দেন কাজগুলো। শাপলা মিডিয়ার সাথে প্রথম সিনেমা আমার। ধন্যবাদ সেলিম খান ভাইকে ও শাহীন ভাইকে।
এই সিনেমায় সাঞ্জুর বিপরীতে দেখা যাবে আইরিন সালতানাকে।আরো অভিনয় করেছেন জেমি,চিকন আলী, ঝুনা চৌধুরী প্রমুখ।