নিজস্ব প্রতিবেদনঃ দৈনিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক ও মিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ভূইয়া কামরুল হাসান সোহাগ ( ৩৫ )কে গতকাল ৩১শে মার্চ মধ্য রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে জীবননাশের হুমকি দিয়েছে বিপথগামী সন্ত্রাসী চক্র ।
এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-২৫ তাং ০১/০৪/২০২১ইং।
জিডি সূত্রে মতে জানা যায়, ৩১ শে মার্চ মধ্যরাতে অপরিচিত একটি মোবাইল (০১৯১৩০১৮১৮১) নাম্বার থেকে অসংখ্যবার ফোনে বিভিন্ন ভাবে ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। অভিযোগ কারী ভুঁইয়া কামরুল হাসান সোহাগ জানান, এক পর্যায়ে ফোন নাম্বারটি থেকে মেসেজের মাধ্যমেও নানান কুরুচিপূর্ণ কথা, হুমকি-ধমকি লিখে পাঠানো হয়েছে ।
এ বিষয়ে সাংবাদিক ভূইয়া কামরুল হাসান সোহাগ বলেন, এক অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে আমাকে মধ্য রাতে একাধিক বার ফোন করে জীবননাশের হুমকি এবং মেসেজ এর মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা লিখে পাঠায় । আমি তাৎক্ষনিক ভাবে আমার কয়েকজন সহকর্মী সহ কাউন্দিয়া ফাড়ি ইনচার্জকে ফোনে অবগত করি । তিনি সহ সবাই বিষয়টি আমলে নেয়ার পর আমাকে জিডি সহ আইনের দারস্থ হওয়ার পরামর্শ দেন। আমি তাৎক্ষণিকভাবে (১/৪/২০২১) সকালে সাভার থানায় সাধারণ ডায়েরি করে থাকি । বর্তমানে আমি আমার পরিবার ও সন্তান-সন্ততি নিয়ে চরম ভীতিকর পরিস্থিতির মধ্যে সাভাবিক জীবন অতিবাহিত করছি বলে জানান সাংবাদিক কামরুল হাসান সোহাগ ।