
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডসের দেয়া ১২১ রানের লক্ষ্যটা ১২ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় কেরালা। পল স্টার্লিং ২৩ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে অপরাজিত থাকেন। অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ২১ বলে ৬৩। ব্যাটিংয়ে নামতে হয়নি বাংলাদেশ আইকন সাকিব আল হাসানের। একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলী।
এর আগে টস জিতে মিসবাহর দলকে ব্যাটিংয়ে পাঠান মরগান। নির্ধারিত ১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২০ রান তোলে তারা। ৩৪ বলে ৭০ রান করে রানআউটের ফাঁদে পড়েন লুক রনকি। শোয়েব মালিক ১৪ বলে ২৬ রান করেন। উইকেট দু’টি নেন লিয়াম প্লাঙ্কেট ও রায়াদ এমরিত। দুই ওভারে ৩১ রানের খরুচে বোলিং সাকিবের।
প্রথম সেমিফাইনালে আমির-ব্রাভো-কামরান আকমলদের মারাঠা এরাবিয়ান্সকে ৯৭ রানে থামিয়ে পাঁচ উইকেটের জয় তুলে নেয় কেরালা কিংস। দ্বিতীয় সেমিতে আফ্রিদি-তামিম ইকবালদের পাখতুনসের দেয়া ১৩০ রানের টার্গেট রনকি-শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে এক উইকেট হারিয়েই টপকে যায় পাঞ্জাবি লিজেন্ডস।

